Sanjay Karmakar
tsenpdorSom10h4Nr1tbm25491367:4laM9he1ogcg2efvf31gmhP0
8f631  ·

জীবনানন্দে সদা আনন্দে সুখ দুখে রই বেঁচে,
লিখে যাই তাই যারপরনাই কখন যে মরিব পাছে!!
জীব তারা তার কালের প্রহার রুধিবে সাধ্য কার,
নরপতি কিবা কাঙাল পথের কালেতেই হবে সমাহার।।
কত শত প্রাণ অকালে প্রয়াণ কত কলি গেছে ঝরে
সদ্য মুকুলে কিবা কুসুমে তাহার-অকালেতে গেছে মরে।।
মৃত্যু অমোঘ অলক নীহার নিরঞ্জনের গীতি
মিলনেতে তার প্রেমের দুয়ার অমরাবতীর প্রীতি।।
এ জগত দ্বার কঠোর প্রহার দণ্ড কঠিন তার
পলে পলে পাই শাস্তি কঠোর রিপু তারি সমাহার।।
হিংসা ও দ্বেষ বিদ্বেষ হেথা রণ ভেরী বাজে সদা  
বিষয় ও আসয়ে মত্ত মদিরে প্রদাহতে প্রাণ বাঁধা।
তারি মাঝে তার ফল্গু তাহার ধারায় বাহিত নদে
সে রস আরোহে আহারে বিহারে প্রীতির বাঁধনে বাঁধে।
রসাস্বাদনে মাতি তারি গানে সম্প্রীতির ওই গান
দিব্য সে ভাব ভাবায়ে এ মন-ব্যথা হয় নিবারণ।।
জীবনানন্দে তাই আনন্দে সুখ দুখে রই বেঁচে,
লিখে যাই তাই যারপরনাই কখন যে মরিব পাছে!!
জীব তারা তার কালের প্রহার রুধিবে সাধ্য কার,
নরপতি কিবা কাঙাল পথের কালেতেই হবে সমাহার।।