Sanjay Karmakar
Top contributor  ·
reospdSntouhh246078f725u375u081a1hf67022f7augh8h47f1c7ttif4u

I (যারা ইতিপূর্বে প্রথম দুই ভাগ পাঠ করেছেন তারা কেবলমাত্র ইচ্ছে হলে তিন নং ভাগ দেখতে পারেন।)

জীবন তো এক ভ্রান্তি যেমন দুঃখ সুখের বান
দুখ এলে কাল কালোয় ঘনায় জুঝতে চলি রণ।।
সুখের দিলে পঙ্খ মিলে আকাশ পানে উড়ি
আর মোহ তার জড়ায় জালে দিতেই গড়াগড়ি।।
কপোত সুখের আশায় জীবন হিংসা দ্বেষের গড়ে
সকল ভুলি প্রেম পরিণয়-বিশ্ব তার ওই তরে............।

II

ভ্রান্তি খানিক থমকে দ্বারে ব্যথায় ভাঙে বুক
চর জাগে তল তরঙ্গিলী আছড়ে সেথায় দুখ।।
শঙ্কা জাগে হৃদ সাগরে তুফান ঘনায় বেগে
ব্যাকুল হৃদয় পার হতে হ্রদ তার করুণা মাগে।।
ঘর পরিজন সহায় ভুবন এক আকাশের চাওয়া
তুঙ্গতার ওই শীর্ষে তার ওই বইতে চলি খেয়া।।
ঝঞ্ঝা তুফান বেষ্টনীতে ওপার দুয়ার খুঁজতে চলি
এ কূল হতে ও কূলে ভেসে দুহাত মিলায় হলাহল-ই!!

III

বিশ্বমাতা রূপের বাহার আহার বিহার স্বপ্ন্ববিলাস
সে দান ভুলি সকল তাহার করতে চলি বিবেক নাশ।।
এক পৃথিবী কান্না তাহার আর এক গড়ি ধনের গড়
নাই রে কিছুই মর্ম তাহার মরম বোধে আপন পর।।
ঘর পরিবার আহার বিহার বদ্ধ কূপেই জীবন রণ
আর পৃথিবী দূরেই ফেলি অহং বোধেই করছি পণ।।
লোভ আর লাভেই ভাবতে চলি স্বার্থ মোহ অহংকার
মান আর হুঁশের বাধ্য বাধক সে দিশা রোজ করছি পার।।
বিবেক রহিত মানুষ মোরা আজ কলি তার সায়াহ্নেতে
ভাইচারা নাই প্রেম ও প্রণয় দূর চলি বেশ অরির গীতে।।