Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top contributor
·ntoedoSprsit48agfi1ua1933c1u17f705u21lu051hc6607uc6aa0gc467f  ·
(যারা ইতিপূর্বে পূর্বের ষষ্ট ভাগ পাঠ করেছেন তারা ইচ্ছে হলে কেবলমাত্র সপ্তম ভাগ দেখতে পারেন।)

VII

বন্য ক্রুর হিংস্র পরাণ জীবকূলে জীব-শ্রেষ্ট নরে
প্রেম ভুলে রাজ রক্ষ রাবণ-কলির রাজে অতঃপরে।।
বিজলি বাদল প্রেমের সুধা, সজীবতায় ভরায় ধরা
আর মানবে ধ্বংস প্রবণ ঢল বহে তার অবাক করা।
বল্গা তার ওই নাই কো লাগাম শস্ত্র সাজি ঘাতক বাণে
রণভেরি তার দিচ্ছি পুকার ছুটছি আজি প্রলয় পানে।।
ঘুর্ণি যেমন ঘুরায় বায়ু তখত সে তার ছিন্নতার-ই
কপট হৃদে শপথ ক্রুর মারতে মানুষ দেই বাড়ি।।
জান্তবতায় শীর্ষে মোরা-শ্রেষ্ট যে হই জীব কূলে!!
ঐশীতা তার প্রেমের দেশের-হিংসা দ্বেষেই যাই ভুলে।।

I

জীবন তো এক ভ্রান্তি যেমন দুঃখ সুখের বান
দুখ এলে কাল কালোয় ঘনায় জুঝতে চলি রণ।।
সুখের দিলে পঙ্খ মিলে আকাশ পানে উড়ি
আর মোহ তার জড়ায় জালে দিতেই গড়াগড়ি।।
কপোত সুখের আশায় জীবন হিংসা দ্বেষের গড়ে
সকল ভুলি প্রেম পরিণয়-বিশ্ব তার ওই তরে............।

II

ভ্রান্তি খানিক থমকে দ্বারে ব্যথায় ভাঙে বুক
চর জাগে তল তরঙ্গিলী আছড়ে সেথায় দুখ।।
শঙ্কা জাগে হৃদ সাগরে তুফান ঘনায় বেগে
ব্যাকুল হৃদয় পার হতে হ্রদ তার করুণা মাগে।।
ঘর পরিজন সহায় ভুবন এক আকাশের চাওয়া
তুঙ্গতার ওই শীর্ষে তার ওই বইতে চলি খেয়া।।
ঝঞ্ঝা তুফান বেষ্টনীতে ওপার দুয়ার খুঁজতে চলি
এ কূল হতে ও কূলে ভেসে দুহাত মিলায় হলাহল-ই!!

III

বিশ্বমাতা রূপের বাহার আহার বিহার স্বপ্ন্ববিলাস
সে দান ভুলি সকল তাহার করতে চলি বিবেক নাশ।।
এক পৃথিবী কান্না তাহার আর এক গড়ি ধনের গড়
নাই রে কিছুই মর্ম তাহার মরম বোধে আপন পর।।
ঘর পরিবার আহার বিহার বদ্ধ কূপেই জীবন রণ
আর পৃথিবী দূরেই ফেলি অহং বোধেই করছি পণ।।
লোভ আর লাভেই ভাবতে চলি স্বার্থ মোহ অহংকার
মান আর হুঁশের বাধ্য বাধক সে দিশা রোজ করছি পার।।
বিবেক রহিত মানুষ মোরা আজ কলি তার সায়াহ্নেতে
ভাইচারা নাই প্রেম ও প্রণয় দূর চলি বেশ অরির গীতে।।

IV

আর্তনাদে এক পৃথিবী রক্ত লহুর বইছে ঢল
ধর্ম তার ওই আস্তিনেতে দাবড়ে বেড়ায় অহির দল।।
বিষাক্ততা বিষ গরলে সুখ হরা আজ দেশ আর দশে
চৌদিশাতে রণ আর লহু দেশ হতে দেশ ভরছে লাশে।
ভ্রম আর রণেই উঠছি মেতে দেশ হতে দেশ দেশান্তরে
অন্তরীপে প্রেম আর প্রীতি রক্ষ রাজ এই অন্তরে।।
জীবন তো ভ্রম মরণ শাশ্বত ভ্রমের দেশেই রণের পণ
সব ভুলে রাজ রক্ষ অহম-তমায় বানায় তপোবন।।
জীবন তো এক ভ্রান্তি যেমন দুঃখ সুখের বান
অহম বোধেই সব ভুলে যাই জুঝতে চলি রণ।।

V

আর মেদিনী আর্ত সেবায় সকল ভুলি অহংকারে
খর সে বায়ু ঝঞ্ঝা প্রবল বইছে সকল দ্বার আর দ্বারে।।
হিংসা দ্বেষে জর্জরিত জহর তার ঐ নিনাদ তার
অহম বোধেই সকল ভুলি করতে চলি বিষোদগার।
কোন সে প্রাচীর কোন সীমানা নাই কো দিশা মনের দ্বারে
মত্ত হৃদয় মদ আর নারী চলছি রে পথ রতির ঘোরে।।
এ পথ তমার তমস কালো সে জ্ঞান রহিত নইকো বটে
তবুও সে পথ দাঁড় বেয়ে যাই পদস্খলন চিত্রপটে।।
ক্ষণিক সুখের মোহের ঘোরে উৎযাপনে সে দেশ তমা
আব্রু লুটাই মা আর বোনের পথেই হারাই তিলোত্তমা।।

VI

ঊষর সে পথ চলছি মোহে কাম আর ভোগেই লিপ্ত রই
পুড়লে কপাল মন্দ কারো-উল্লাসে মন তৃপ্ত হই।।
আর জমানা থাক না পিছে আর্ত কিবা পীড়িত যারা
ধন গড়িমা বিষয় আসয় সেই তো মোদের বোঝাপড়া।।
পালকি চলে দুলকি চালে চার বেহারা পায়ের তল
দম্ভ মোদের আকাশ উঁচু আর দমনে পেশীর বল।।  
গগন ক্ষিতি সূর্য তারা সৌম্যতাতেই সুউন্নত
ভাবনা মনে পালিত মোরা হইনা কভূ সেবায় নত।।
ভ্রান্তি যেথায় হৃদ মদিরা ভ্রান্ত পথেই দাঁড় টানি
দাঙ্গা ফ্যাসদ খুন আর লুটে-রণ তামাসায় হানাহানি।
জ্ঞানাঙ্গনে দূষিত মোরা মানব সে জ্ঞান নাই হুঁষে
বদান্যতায় নাই কো মতি-এ মন আমার বন পোষে।।