Sanjay Karmakar
odpsnSetortu8a89ui200l25l16522h487523t1f75t9t0l52fggu58g08h1  ·

জীবন তো এক ভ্রান্তি যেমন দুঃখ সুখের বান
দুখ এলে কাল কালোয় ঘনায় জুঝতে চলি রণ।।
সুখের দিলে পঙ্খ মিলে আকাশ পানে উড়ি
আর মোহ তার জড়ায় জালে দিতেই গড়াগড়ি।।
কপোত সুখের আশায় জীবন হিংসা দ্বেষের গড়ে
সকল ভুলি প্রেম পরিণয়-বিশ্ব তার ওই তরে............।

II

ভ্রান্তি খানিক থমকে দ্বারে ব্যথায় ভাঙে বুক
চর জাগে তল তরঙ্গিলী আছড়ে সেথায় দুখ।।
শঙ্কা জাগে হৃদ সাগরে তুফান ঘনায় বেগে
ব্যাকুল হৃদয় পার হতে হ্রদ তার করুণা মাগে।।
ঘর পরিজন সহায় ভুবন এক আকাশের চাওয়া
তুঙ্গতার ওই শীর্ষে তার ওই বইতে চলি খেয়া।।
ঝঞ্ঝা তুফান বেষ্টনীতে ওপার দুয়ার খুঁজতে চলি
এ কূল হতে ও কূলে ভেসে দুহাত মিলায় হলাহল-ই!!