জীবন তো এক ভ্রান্তি যেমন দুঃখ সুখের বান
দুখ এলে কাল কালোয় ঘনায় জুঝতে চলি রণ।।
সুখের দিলে পঙ্খ মিলে আকাশ পানে উড়ি
আর মোহ তার জড়ায় জালে দিতেই গড়াগড়ি।।
কপোত সুখের আশায় জীবন হিংসা দ্বেষের গড়ে
সকল ভুলি প্রেম পরিণয়-বিশ্ব তার ওই তরে............।