Sanjay Karmakar
2 days ago
·
বৈরী ধরা মোদের গড়া আমরা যতেক আবর্জনা
বৈধ যা নয় তার ওই মোরা করতে চলি সংরচনা।।
হোক না ক্ষতি নিযুত ধরার
নাই গো কবি কিছুই করার,
আমরা মাবব মাধব মাধাই- ইহাই হৃদে বীজ বোনা!!
আমরা কবি আমড়া জেনো ভাঙতে মোরা খুব পারি
বোধের ঘরে ঢ্যারস ফলায় ছল কপটে রাজ করি।।
তোমরা সুজন কানতে রহো
দুর্দশাতেই বইতে রহো,
বৌতরণীর ও পার ভুলে,(আমরা) ধন লুটি আর ধরি পরী!!
কবি তুমি গগন পানে উড়তে চলো রোজ রাতে
আমরা কবি উড়তে চলি মদ মদিরা নারীই তাতে!!
কোথায় যে যাই ভেসেই বেড়াই
কইলো কি লোক কেয়ার থোরাই ,
যা খুশি তাই করতে চলি-এ সব তারই মৌতাতে!!
কবি তুমি নিত্য দিন ওই গাইতে চলো মোদের গুণ
আমরা ও সব থোরাই কেয়ার আমরা শুধুই ফোটাই পিন।।
যা পাই সব ছল চাতুরে
সবাই মিলে ভোগ বাটি রে!!
তোমরা কবি সত্য সৎ-ই-জীবন তা বেশ ঘোড়ার ডিম।।