Sanjay Karmakar
·
পিছু পানেই রইলে পরাণ-অগ্রগতি থমকে যায়,
আকাশ তারা দৃষ্টি হরা উদাস বায়ু বইতে রয়।।
এক পৃথিবী জীবন নীর উথাল পাথাল ঊর্মি তায়
এক সে তীরে আছড়ে পড়ে আর এক সেথা গড়তে রয়।
ভাঙা গড়া নিয়ম ব্রত জীর্ণ যাহা বর্জনেতে
জীবন তারা হয় না হারা অগ্রদূতের অর্জনেতে।
সংগ্রামের এই রঙ্গ শালায় তীক্ষ্ণ ফলায় বিদ্ধ হৃদ
রুদ্ধ সে পথ কাঙাল সে জন যে জন রণে দেখায় পিঠ।
প্রাপ্তি কভূ কদম চুমে এ পার গাঙে জোয়ার তায়
ও পার কভূ হারায় নূপুর ধুপুর ধুপুর ভাঙতে রয়,
বুক ভাঙে মন ব্যথার বীণে বাক্য হারা ওষ্ঠদ্বয়
লহর সে তার গগন চুমে করাল ছায়ে আপ্ত বায়।।
তাই কি পথিক পথ ওই দিশা দিবস গেলে অস্তাচলে
নাই কি সেথা কলায় শশী মন মোহিনী রূপ আঁচলে!!
অস্ত উদয় সৃষ্টি স্থিতি-লয় কি বা ওই কালের ঢলে
শোক বিলাপে কি আর পাবে আর বেদনায় ক্লান্ত হলে।।
পিছু পানেই রইলে পরাণ-অগ্রগতি থমকে যায়,
আকাশ তারা দৃষ্টি হরা উদাস বায়ু বইতে রয়।।
এক পৃথিবী জীবন নীর উথাল পাথাল ঊর্মি তায়
এক সে তীরে আছড়ে পড়ে আর এক সেথা গড়তে রয়।