Sanjay Karmakar
psrndtoeoSlit2aoc31uimn41amftll1a5wgJhtsm64luhic8u11t37i205·

চালের বদল আলু পেলাম
রুটির বদল মুড়ি,
গ্যাসের বদল মাটির চুলা
গোবর কুড়াই থুরি!!
গোবডাঙায় দেওয়াল ভরে
গোল থাবরের গোলা,
গামছা বাধা পেটের তলে
ইঁদুর নাচে মেলা।
ইঁদুর বাদুর ঘুঘুর বাসা
পুকুর ভরা পানি,
রুজির খোজে গোলক ধাঁধায়
টানছি রোজ ওই ঘানি।।
ঘানির ঘাতে বাদুর ঝোলা
কোলা ব্যাঙের ছা,
দু হাত তুলে জয় মা বলে
জ্যান্ত হাওয়াই খা।।