জলদ মেয়ে রাগ করেছে
বাপের বাড়ি গেছে
গ্রীষ্ম মামা তাই তো রেগে
আগুন ঝরাচ্ছে।

আর্ত ধরা আর তো কেহ
নাইকো আগু পিছু
দাবদাহের ফাঁদের কলে
পুড়ছি; করার নাহি কিছু।

চলো কবি ব্যাঙের দেশে
দু-পায় তারি পড়ি,
না হয় দুজন আমরা কবি
ঘ্যাঙর ঘ্যাঙর করি।

শান্ত হলে ব্যাঙের ডাকে
মেঘলা দেশের রানী,
আসবে বাদল ঝরবে জলক
আসবে দিবস রেনি।

II

বৃষ্টি রানীর বাপের বাড়ি
ঢাকাই গেছে চলে
এপার বাঙাল গ্রীষ্ম মামা
রইল অবহেলে!!

রাগ কি মামার এমনি নাকি??
রানী যে তায় দিছেই ফাঁকি,
ফাঁক ফোঁকরে পরাণ মোদের
আস্ত জাতার কলে।

রাজা রানী যুদ্ধ করে
মোদের পরাণ পুড়িয়ে মারে
করাত যেমন কাঠের ফাঁকে
খচখচিয়ে কাটে ধারে।

পারছি না আর সইতে জ্বালা
মামু খালু ভোলা ভালা,
বৃষ্টি রানী আয় না হেথায়
ধরছি রে তোর পা'রে।

আয় বৃষ্টি ঝেপে
সোহাগ দিব মেপে
নইলে যে প্রাণ মরণ মোদের
তোর রাগের ওই কোপে।