Sanjay Karmakar
Top contributor
· ·
দোষ তো সমাজ বিধান তার ওই-
জহর তার ঐ উপচে পড়া,
এক শ্রেণী তার চুষতে সে রয়
আর এক শ্রেণী ঘাটের মরা।।
কোন সে পাপের বহ্নি জ্বালা
সইতে বুকে দহন তার-
আর কিছু নয় কলির কালি
মানবতার ক্ষয়িষ্ণুতার।
মানব সে তার মান আর হুঁশের
জলাঞ্জলির ডঙ্কা বাজে,
আর কি কভূ ফিরবে সে তা
শঙ্কা জাগে হৃদয় মাঝে!!
কই রে কানাই-কানাই কি তুই
দিব্য তোরে মানবো কেন??
এক জাহানে জীবন দিলি
আর এক জাহান মন্দ হেন!!
আয় রে তরুণ তুরুপ তোরাই
কানাই সে তার ভরসা নাই,
কলির কালি মিটবে প্রভাত
জাগরে ওরে জাগরে
ভাই।।