সুবর্ণ সুজোগটা হাতছাড়া হয়ে গেল।
ইস!!
যে নামেই আসিন রে তুই,
মোখা, দয়া করে বাংলায় পা দিস।
ইস!!
ভেবেছিনু নয়ন বাঁকা
পকেট ভরবো টাকা,
তুই গেলি ঘুরলি তেড়ে
গেলি তুই মায়ানমারে
ওরে, হলি তুই দু-চোখের বিষ।
ইস!!
মোখা তুই আসলি নারে
মোর ছিল স্বপ্ন বেড়ে।
ত্রাণ খাবো প্রেমের নামে
এদিক ওদিক ডাইনে বামে,
অহঃনিশ।
ইস!!