কবিতা সমাজ জাগরণের মন্ত্রস্বরূপ। কবির দীপ্ত বাণীতে জেগে ওঠে সমাজ দেশ জাতি। নিরক্ষর অসহায় মানুষেরা জেগে ওঠে কবির প্রাণোবন্ত কন্ঠস্বরে। জাগ্রত হয় মানবতা আর তাই কবিতা এক মহতোপূর্ণ ভূমিকা পালন করে বিপ্লবের। সেকথা বলবার অবকাশ নাই রবিঠাকুর আর কবি নজরুল ইসলাম বা অতুল প্রসাদ সেন বা কবি সুকান্ত সহজ সরল ভাষায় কীভাবে সমাজকে উদ্বুদ্ধ করেছিলেন নবজাগরণে। কবিতা মানেই সমাজ আর সামাজিক। যারা ভাষা তো জানে কথা জানে কাব্য কী জানে না তাদের মনে মানবিকতার বীজ রোপন করে কবিতার ধ্বনি। কবিতা দুর্বোধ্য হলে তা কী সম্ভব? খ্যাতি হয়তো বা পাওয়া যায় কবিকূলে কিন্ত সাধারণে কী দিতে পারে ইন্ধন। ছেলে বুড়ো ছুড়ো সবাই চেনে জানে মানে রবিঠাকুরকে, কবি জীবনানন্দকে কয়জন সাধারণ লোকে চেনে। জাগবার সময় হয় নাই কী? কবিতা সম্বন্ধিত ও সমাজ সংক্রান্ত এ লেখা, আশাকরি ব্যান হবার নয়। হার্দিক শুভকামনা সহ আপনাদের প্রিয় সঞ্জয় কর্মকার। জাগবার সময় হয় নাই কী?
আলোচনাটি ৯৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১৯/১১/২০১৮, ১৭:৫২ মি: