Sanjay Karmakar
Top contributor
·srpnoetSdoli92i064lm73u35157h96c9gi6t050c214ut8h9flh8a9gc8lh·
oseroptSndtu2c137c1uigafi04i1t1t84m3ctm08i477224526m61lt6i68 ·

রমজান আর রোজার মাসে
সংযম আর তিতিক্ষা,
মানুষ  সেবায় ধন্য জীবন
তার ওই তো লই  দীক্ষা......।

নতুন জামা নতুন কাপড়
খুশির তো নেই অন্ত আজ,
দান খয়রাত যাকাত প্রদান
আজ তো সুদিন ধর্ম রাজ।।

মানবতার দীক্ষা আজি
ধনী গরিব নাই কো ভেদ,
আজ দিনেতে সবাই সমান
নাই কো অরি নাইকো খেদ...।

একটি মাসের রোজার শেষে
ইফতারে হয় অন্ত তারি,
বিবিধ পদের খাদ্য খুশির
কোরমা সেমাই আমিষ ধরি।।

ভাঙবে রোজা  ইফতারিতে
মাগরিবের ওই আজান শুনি,
সে পথ তার ওই নামাজ আদায়
দীপ্তি ছড়ায় দিব্য বাণী।।