আজ থেকে কবিতা লেখার ক্লাস শুরু। শুরু করুন যা ইচ্ছে তাই লিখুন প্রথম লাইন। যেমন ধরুন আমি লিখছি;

"একটা পাখি বসে আছে গাছের কিনারায়"।

দ্বিতীয় লাইনটা আপনি লিখুন। আমি লিখলে দ্বিতীয় আর তৃতীয় লাইনটা এরকম হবে;

একটা পাখি বসে আছে গাছের কিনারায়,
ভাবছে সে তার শিশুর কথা
গেল সে কোন
বায়।

প্রথম লাইনটা দিয়ে চেষ্টা করুন আপনি কী লিখতে পারেন। দু'তিন লাইন লিখবেন।

এবার আপনাকে পাখিটি হতে হবে আর সে কী কী চিন্তা করতে পারে বা খুব খুশিতে গান গাইছে , সেই প্রেক্ষাপটটা আপনাকেই পাখি হয়ে লিখতে হবে। যখন লিখবেন সেই সময়টুকু আপনার মন আর পাখিটির মন সমানুপাতিক হতে হবে।

দ্বিতীয় ক্লাসে এই কবিতাটাই চলবে। আমারটা আর আপনাদেরটাও।

দখিন বায়ে উজান বহু ছোট্ট ছানা সবে,
ডানা সে'তো কাল মিলেছে
উড়তে কী আর
পাবে।

আর এক কলি লিখলাম। (যখন লিখছি তখন আমি আর আমি নই , সেই পাখিটি)। নিঃশ্চই বুঝতে পারছেন। এভাবে লিখতে চলুন। শুভকামনা।