আগে মন্তব্য সংখ্যা বাড়াবার জন্যে আসরের মাত্র একজন কবি মহাশয়ই এ রাস্তায় যেতেন। প্রতিবাদ করিনি। কারণ কেউ যদি মন্তব্যের সংখ্যা ছলে বলে কৌশলে বাড়িয়ে শান্তি পায় তো ক্ষতি কী। তবে ইদানীং দেখছি অন্য অনেক অনেক নবাগত কবিই তা লক্ষ্য করে এই একই কৌশল ব্যবহার করছে, মন্তব্যের সংখ্যা বাড়াবার জন্য। এটা কবি মন বা উদারতার প্রমাণ নয় বরঞ্চ কবি সকলের লজ্জা। আর তাই মাননীয় এডমিন মহাশয়ের কাছে আমার এ প্রার্থনা, কিছু প্রযুক্তি আনুন যাতে করে এ লজ্জা আমাদের সইতে না হয়। বিনীত, আপনার প্রিয় সঞ্জয় কর্মকার।
আলোচনাটি ১০৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৫/১১/২০১৯, ১৮:২৬ মি: