Sanjay Karmakar
· pneordStos60u6ml9o3a01ut0 f8in0g14659t1s2a28uh5mwaJ5ci77l72h ·
মৌন আমি মূক নহি কো-
ছন্দ লয়ের বিড়ম্বনা-
একটু ছোঁয়াচ পেলাম আজি
বিচার বোধে কে আপনা!!
জ্বী জাঁহাপনা।
এই দুনিয়া ভবের গতি
যাহাই করেন সফেন সাদা-
সঠিক সবই যদিও আঘাত
দুঃখ দরদ বিড়ম্বনা।
জ্বী জাঁহাপনা।
আপন বোধে লাগলে আঘাত
মর্ম তাহার মাঝার তায়-
হৃদ সাগরে তুফান ছোটে
সবই আপন আপন দায়।
ইহাই রায়।
মন্দ যাহা মন্দ নহে
তারই মাঝে ছন্দ বহে,
আজ যা ক্ষতি মন্দ মতি
কাল সে তাহা হীরক জ্যোতি-
সত্য তায়।
মৌন আমি মূক নহি কো-
ছন্দ লয়ের বিড়ম্বনা-
একটু ছোঁয়াচ পেলাম আজি
বিচার বোধে কে আপনা!!
জ্বী জাঁহাপনা।
(লেখাটি সরাসরি এখানেই লেখা)
স্তুতি
বুকে আছে বল সদাই প্রবল
ক্ষণিকের চ্যুতি-
মর্ম যাহার নাইকো বোধের
বৃথাই তাহার
স্তুতি।