Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
esdrtpnSoo2e2r30f6catY01Ps1aa5Me:69694599u11601ydcc23l7t  ·
Sanjay Karmakar

খরিতদার! হবা কবি?? অস্ত্র যত বানাই মোরা
যুদ্ধ যদি নাই রে হলো আমরা হবো ল্যাংড়া ঘোড়া।।
মরুক না লাখ-কোটিই কিবা
ফের নতুনের জন্ম দিবা,
শোক বিলাপে কেনই রে মন!! কাঁদিস তোরা কপাল পোড়া।।

কইছি না কিনবা তো না!! কাব্যে শুধুই আতি পাতি
অস্ত্র যদি নাই রে কেনে ভরবে কে বল মোদের বীথি!!
"সৃষ্টি স্থিতি লয়"এর নীতি
কেনই রে ভাই ইতনা ভীতি!!
সূর্য তারা আকাশ ভরা (শোন) সব কিছু পায় একই গতি!!

বরাহ কি বা বন্য কহো কিংবা হালাল হারামজাদা
শব্দ বাণে বিদ্ধ করে গাইতে ফেরো নিত্য সদা।।
জন্তু জাতের সবার সেরা
বৃথাই তোমার বিলাপ করা,
আমরা মানুষ হাড় হাড়ামি হিংসা দ্বেষের আতুর দাদা।।