Sanjay Karmakar
dnSosopert623ahalrtl0g9uc276hi469a76tc38l104tMt0013934a7 ·
দেশ কে ভালো বাসলে হরি পকেট খানি ভরবে কেবা!!
আজ আসরে প্রকাশ পেলো স্বয়ং কবি জ্যান্ত দেবা।।
দে আরতি মূরত তারে
মন্ত্র ফুকে কানের দ্বারে,
আমরা যেমন বেণী তেমনি রবো পকেট ভরাই দেশের সেবা।।
কইসে হরি দাঁতাল মোরা দম্ভ ভরে চলি
ধর্ম নিয়ে বড়াই করি তা দেই জলাঞ্জলি।।
তা বেশ তবে কইসে ভালো
দন্ত নখর দেয় যে আলো,
সেই আলোকেই আঁধার মিশায় চালাই গোলাগুলি।।
ধন আর মানে শিখর পানে মোদের মহল গুলি।।
সুখ নাই বলিহারি কবি কয় দুঃখ
সড়া সম ধরণীতে দুখ টাই মূখ্য।
সুখ আসে দুখ লয়ে
কাঁধ পিঠে হাতে বয়ে,
শোন হরি হাতে খড়ি লই আজি সূক্ষ্ম।।