Sanjay Karmakar
senoStopdrh61780ac6tmm1u02uh132uhlc126i3t139i014h71h4h9275mf ·

হারিয়ে আমি চোখের পলক তোমার চোখে চোখ রেখে.../হারিয়ে গেলাম তোমার হ্রদে কনক ঝরা জ্যোৎস্নাতে।/হারিয়ে আমি চোখের পলক তোমার চোখে চোখ রেখে.../হারিয়ে গেলাম তোমার হ্রদে কনক ঝরা জ্যোৎস্নাতে।
মন মদিরায় উঠলো তুফান প্রবল সে বায় ঘুর্ণি স্রোতে/ চাইছে এ মন হৃদয় তোমার -জড়িয়ে তোমায় বেষ্টনীতে।।
পাগলপারা এ মন আমার প্রশান্তির ওই স্নিগ্ধ ছায়ে/ চাইছে তরী ভব  দরিয়ায় বইতে এ মন তোমার নায়ে।।/ বইতে এ মন তোমার নায়ে।।/
সাগর তোমার আঁখির পাতে এ মন আমার দোল তোলে/ বক্ষ তোমার সুউন্নত হারিয়ে সে দেশ এই পলে।।
হারিয়ে আমি চোখের পলক তোমার চোখে চোখ রেখে.../হারিয়ে গেলাম তোমার হ্রদে কনক ঝরা জ্যোৎস্নাতে।
এ মন আমার ভ্রান্ত দিশায় বইছে নদেয় প্রবল ধারা/ নাই গো সুখের পরত সেথায় খর সে বায়ে পাষাণ পারা/ বিজলী বারি বাদল কালো ঘনায় এ পথ রুদ্ধ দ্বারে।/ নাইতে এ পথ আয় রে সখী দূর সরায়ে অহম তারে।/ দূর সরায়ে অহম তারে।।
হারিয়ে আমি চোখের পলক তোমার চোখে চোখ রেখে.../হারিয়ে গেলাম তোমার হ্রদে কনক ঝরা জ্যোৎস্নাতে।/মন মদিরায় উঠলো তুফান প্রবল সে বায় ঘুর্ণি স্রোতে/ চাইছে এ মন হৃদয় তোমার -জড়িয়ে তোমায় বেষ্টনীতে।।