Sanjay Karmakar
Top Contributor
· odtpSnroesc45i381im8ham9gh48u79105t48037mfu97ag7lu18at7h8
tc4 ·
বুঝলি হাঁদা বুলবুলি তুই কোথায় গেলো রোয়াব তোর
আয় দেখে যা আয় না হেথায় আজ হলো রে বন্ধ দোর।।
চুলকালে ঘা ঘাত ওই পাবি শিস বাজানো পোড়ার মুখো
দ্যাখ না এদিখ করলো কি হাল আজ বাসরে কাব্য খেকো!!
গর্ব খানিক খর্ব হলো কতোই না ভাই বুকের ভিতর
হাজার হাজার গর্ব গাথা আজ শুনে যা বুঝলি ইতর।।
এক গর্বে আঙুল গেছে একলব্য তীরের খেলায়
আর একে ভাই কতোই শিশু বুড়োর সাথে বিয়ের মালায়।।
সতীদাহ গর্ব রে ভাই আমার জাতি বলেই কথা
গর্বে আমার বুক ফেটে যায় পাই নি মোরা একটু ব্যথা।
আরও কতই আছে গরব ইতিহাসের পাতায় পাতায়
কইবো সব ঐ একে একে তোর সাথে ভাই কথায় কথায়!!
এক নারী তার পাঁচটি পতি মা এর বাতে অন্ধ মোরা
তাকেও জুয়ায় লাগাই মোরা হৃদয় মোদের লোহায় গড়া।
কুট ক্যাচালী কৈকেয়ী তার-মোদের গরব দ্যাখরে বনে
আর সীতা তার সতীর পতি পাতাল পাঠায় সঙ্গোপণে।
ভাই ভাইতে যুদ্ধ শুরু-মহাভারত সেই থেকে চল
আমার জাতি কতোই গরব গর্ব কতোই নামছে ঢল।।
এমন গরব আর কোথায়ে বল দেখি ভাই আর কি পাই!!
গর্বে ছাতি ফুলছে কিনা ঠিক করে তা বল তো ভাই!!
তাই বলে কি হারাম খাবি হাড়ের ঘাড়ে মি এর চালে
পরকীয়ায় মোদের মতি গর্ব মোদের ঢল আর ঢলে। (গরব গাথা চলবে আরও)
(আমার জাতি জাত হারামি কথাটি মন্তব্য কবিতায় ব্যাবহার করবার জন্য আমার মন্তব্য দেবার ক্ষমতা এক মাসের জন্য রদ করা হয়েছে। এ কয়দিন আপনাদের কবিতায় মন্তব্য না দিতে পারবার জন্য দুঃখিত থাকবো।)