Sanjay Karmakar
Top contributor
  ·   ·
"জ্ঞানের বোধন"

আমরা কবি আমড়া গোছের গোমড়া কেনোই করো বদন
পারবে না কো চেষ্টা যতই-হইবে না কই জ্ঞানের বোধন।।
জ্ঞানের পাপী হই যে মোরা
উপচে পরে তার ওই ধারা,
তাই তো দেশে কিংবা প্রবাস-জ্বলছে অনল গন গন গন!!

বুঝছো তা'লে গোঁফের তলে আমরা হাসি মুচকি
তোমরা ধরা ইঁদুর কলে ভাঙা কোমর কুচকি!!
কলম চালান কবির কল
আমরা তুলি ছাল আর বাকল,
আর কেঁদে যায় আম সাধারণ-ছিঁটকাঁদুনি ছুচকি!!

"কদম সই"

তাইলে বোধহয় এসেই গেছে আষার মাসে ভাসার ওই
মিলতে জানু তোমার সাথে খোঁপায় গুঁজে কদম সই।।
ঝঞ্ঝা তুফান মাথায় থাক
উড়ুক না হয় চালার ঢাক,
সব ভুলে আজ সোহাগ কোমল সম্ভোগেতেই হোক না কই!!

"অনেক ধনী এমন আছে"

অনেক ধনী এমন আছে যেমন রতন টাটা
বিলায় সে ধন উজার করে এগিয়ে সে দেয় পা'টা।।
ষাট আনা তার দানের পানে
যা কিছু লাভ কামিয়ে আনে,
লিখবে তার ওই কাব্য কাহন-(বহুত কষ্ট) এমন কবি জোটা!!