Sanjay Karmakar
Top contributor
  · eSrdnsoopt03f06mg5l473127m620ci6t5g788h4t144ga162uh1f4lhl4ii·

কে আর করে!! সে দায় ঠেকা-ঠেকাবার ওই তরে
হোক না সে ঝড় ঝঞ্ঝা তুফান হোক না বছর ভরে!!
গোলাম সবে হাড্ডি ভাঙা
আম জনতা গোবর ডাঙা,
গুলজারেতেই চলুক তরী-নরক তার ওই দ্বারে!! বছর ভরে।।

বখরা দিলে বঙ্গ তনয় টেবিল তার ঐ তলে
যার হাতে জল তাও গলে না-তার ওই হাতে গলে!!
বুঝলে কানাই নইলে কানা
দেখবে শুধুই সাপের ফণা,
আর মনসা ফণী তার ঐ-হর এক পলে পলে!!

বঙ্গ তবু অগ্রদূতের বসন্তের ওই বাহার তার
হার না মানা জাতের সে দেশ-কন্ঠে সে নয় হারবার!!
মুখর সে রয় হর এক পলে
ভন্ড রাজের ছাতার তলে,
ভ্রষ্টাচার আর পেশির বলে-গৌরবের ওই কারবার!!