Sanjay Karmakar
Top contributor
  · oorpSesntd803m5gumghu8l06Jt0otatt2fha9l391s3nga9wmumtagmtg9·

বুলবুলি আর পারছি নারে আসছে নারে মাথায় কিছু
কেউ কি নিল ছিনিয়ে সে ধন যা দেখি ধর-নে তো পিছু।
ক্যালক্যালালি গালিই দিলি কার তরে তা বল তো দেখি
ওঃ তপ্ত শীশের বুলেট তারি সোহাগ দেখে মাখামাখি!!
তাই কি ধরা তপ্ত অতি রক্ত লোলুপ মানুষ খেকো
রুদ্ধ শ্বাসে কষ্ট বিষম বইতে ধরা পারছে নাকো।।
ঠিক ধরেছিস গাল মেরেছিস দে না আরো দু চার কলি
শিস বাজিয়ে মার তো আরো তপ্ত গরম-গরম বুলি...।।
হারামখোরের নাতির শালা খাতির আরো কর ভালো
পারলে জুতার মালাই গলায় দে না সাজায় জমকালো।।
তোর পিছে ভাই আমিও আছি সাদায় কালো অসির ফালে
কাটবো রে শির কোপায় কোপায় এই ধরণীর বিষ্টা মলে।।
তোর শিসের ওই উষ্ণ পথে চল তো গড়ি এক বাহিনী
আগুন জ্বালাই পোড়াই শোধাই ভ্রষ্টাচারের এই কাহিনী।।
শীতল ধরা নাই রে আজি হৃদ গহীনে ব্যথার বান
দেশ হতে দেশ দেশান্তরে যেই পানে চাই দ্বেষের গান।।
স্বজন আপন সব ওই আপণ স্বার্থ সাথী সবাই ভবে
ক্যামন করে বল তো বুলি হৃদ হরা সেই কাব্য হবে।।