Sanjay Karmakar
Sptdonsoer2ht0m101833u7uf8t7t0t21c30fh22631731h223l29m7gg7 (সতীদাহ নিয়ে কিছুদিন হল কিছু লিখবো লিখবো ভাবছিলাম। গতকাল ফেসবুকে সতীদাহ নিয়ে একটি প্রতিবেদনে মর্মাহত হয়ে কিছু লিখেই ফেললাম। ইচ্ছে হলে পড়ে দেখতে পারেন।)

সেদিন সাঁজে গিন্নি আমার মুখর করি ঘর
বললো মেয়ে বছর সাতে বিয়ের বয়স পার
পাড়া পরশি মন্দ বলে এবার কন্যা করো পার
নইলে এ গাঁয় আমার বাপু মুখ দেখানো ভার।।
পাত্র কোথা কুলীন বামুন খুঁজতে র'লাম আমি
হটাৎ সদয় বিধিই মেয়ের পেলাম খুঁজে স্বামী।
বিপ্র কুলীন বয়স ষাটেক পার করিবে মেয়ে
সে কি আর হইবে রাজি রই সে পথেই চেয়ে।

মেয়ে তো আমার প্রাণের মণি রাজ কন্যে মোর
মেয়ের রূপে মুগ্ধ বামুন আসলো আমার দোর।।
বিয়ে হলো বিপ্র দুদিন রইলো বরের বেশে
তারপর সে বিদায় নিল আসবে বছর শেষে।
আরও অনেক এমন মেয়ে পার করিবেন তিনি
বয়স যাদের সাত পেরুলো তাদের বিকিকিনি।

দিন চলে দিন মেয়ে আমার খেলনা বাটি ধরে
বিয়েও হলো মন জুড়ালো রইলো বুকের প'রে।
ছ মাস যেতেই খবর এলো বিপ্র যে আর নাই
যাবার আগে আদেশ জায়ার সতী হওয়া চাই।
বুক ভেঙে যায় সমাজ বিধান বিদ্ধ হরিণ শরে
শূন্য চোখে মূক হয়ে রই কান্না অঝোর ঝরে।

সেদিন গাঁয়ে বাজলো মাদল শঙ্খ ঊলুর ধ্বনি
মেয়ে আমার সাজলো কণে পড়লো শাড়ি খানি।
সিঁদুর ছোয়ায় বদন যে তার স্বর্গে যেমন পরী
খুশীর ছোঁয়ায় মেয়ে যে আমার খাচ্ছে গড়াগড়ি।
সে কি আর বুঝছে কিছুই কি হবে তা জানে!!
উৎসবেরই ওই অঙ্ক কষে খুশিই যে তার মনে।

খবর এলো সাঙ্গ চিতা কণে তাদের চাই
রুদ্ধ শ্বাসে মেয়ে লয়ে কোল-শ্মশান পানে যাই।
জাপটে গলা মেয়ে আমার চললো শ্মশান পানে
মন যে সে তার শিশুর কোমল মাতলো গানে গানে।

জ্বলছে চিতা গন গন গন দেখছে অবাক চোখে
বললো বাবা চলো এবার মন মিটেছে দেখে।।
দু চোখ ভাসে জলের ধারায় আদেশ এলো দাও
প্রাণের সে ধন দিলাম ছুড়ে জ্বলছে দাউ দাউ।।
শেষ ধ্বনি তার পেলাম কানে বাবাআআআআ
বাজলো কাশর শঙ্খ ঊলু সতীই হলো মাতা।

এমন বিধান আর মানি নে আমিই ছিলেম গোঁড়া
যেদিন আমার নিজের পালা হলাম হৃদয় পোড়া।।