Sanjay Karmakar
Top Contributor  ·
23 hours ago  ·

গোপাল আলা হয় না ভালা বৃথাই খোঁজা সুখ
আকাশ কুসুম স্বপ্নে মাতি-পাই রে কেবল দুখ!!
অলীক সুখের কুসুম খুঁজি
পাহাড় সমান ধন রে পুজি,
সুখ শান্তি শ্মশান পানেই-কইলো আমার কুক!!