Sanjay Karmakar
Top contributor
  · tSpndoeosr9ft1lu0u608h65g500t43t07g40m5i7f89mh1c2i3tmhg7988t·

পশু কি আর পাষাণ গড়ে

পশু কি আর পাষাণ গড়ে-কংক্রিটের ওই ফ্ল্যাট আর বাড়ি
বোধ কি নাই কবি তোমার!! (বুঝতে) কেনই এত বাড়াবাড়ি!!
দাম যা সব হাঁকায় সবে
স্রেফ বেতনে তাই কি হবে!!
হিংস্র কি আর এমনি তনয়!! যা পারে তা লয় সে টানি।।

কুপথ কিবা কুড়াল কুঠার-বন্য কিবা ক্রুরই অতি
আরাম আয়েশ পাইতে গেলে ভিন্ন করো মতি গতি-
নইলে আঙুল চুষতে র'বে
জাহান্নমই পাবে ভবে-
আর যা পাবে ভাষণ পেষণ-রদ হবে গো কাম আর রতি।।

সে জন সফল তার সে জীবন

সুখ দুখে এই জীবন গড়া-যেমন দিবস আর সে রাতি
যে জন সবল দীপ্ত হৃদয়, সুখ দুখ হয় দুই-ওই সাথী।।
ক্লান্ত সে নয় কান্তারেতে
(সুখে) উল্লাসেতে যায় না মেতে,
সে জন সফল তার সে জীবন-ঊষর নহে তমার রাতি।।

রোজ ওই খুঁড়ো গর্ত

মান-হুঁশ!! কও কি কবি-রোজ ওই খুঁড়ো গর্ত
কোথায় যে রও কোন সে ধামে স্বর্গ কি বা মর্ত!!
মর্তে কি আর মরতে থাকা
মান হুঁশ তাই করছি ফাঁকা,
বুঝলে খুড়ো তা বেস ভালো-নইলে বোকা ভাঁড় তো!!

গিঁট এর কথা

গিঁট এর কথা ইঁট এর মতোন আঘাত লাগে বেশ
সেই জগতে হিংসা দ্বেষের দ্বন্দ্বে মাতে দেশ!!
তা বেশ ভালো লুটের রাজে
গিঁট গুলি খুব লাগে কাজে,
লুট কামারির এই দুনিয়ায় গিঁটের রাজেই ফ্রেস।।