Sanjay Karmakar
Top contributor
· ·
"কচুকাটা"
ভালোবেসে খাদে পড়ে পানাতেই আঁখিপাত
জেনেছি কি জীবনেতে-কি যে সেই ধারাপাত!!
হৃদয়টা কচুকাটা
লঙ্কাতে ডলে বাঁটা,
আজি প্রাণ রোদনেতে-নির্ঘুমে কাটে রাত!!
"বারোমাসি দশা"
বারোমাসি দশা
আশা কিবা ভরোসা
পাতালেতে ফুঁ!!
"ঘোড়ার ডিমের গল্প গাথা"
মত্ত লোভী পায় না কভি সঠিক পথের দিশা
দৌড়ে ছুটে হেপাক হোপাক ডাকতে সে রয় হ্রেষা!!
ঘোড়ার ডিমের গল্প গাথা
জুটেও যদি ছাতার মাথা,
সব হারিয়ে শেষ মানে দুখ-পায় যে ভীষণ কষা!!
"রাজার বড়ি"
কে বলে রাজ রাজার বড়ি আর ফোটেনা ফুল
সেই ধারাতেই চলছে শ্রীরথ কেনই করো ভুল!!
শোষণ পেষণ তার ঐ তলে
খাচ্ছি জীবন গরল গুলে,
লেবাস গায়ে পালটে ফেলে নিত্য চাটায় ধূল!!