Sanjay Karmakar
Top contributor
·erodntoSsp11hu48cltu6cc141m5agi06ga8atf67437u1h6tf9mama6m72f·
মন গগনে মুক্তো মানিক কতই তারার উঁকিঝুঁকি
ব্যথার সাগর লহর সে তার কতই ঝরা প্রতিশ্রুতি......।।
দীপ্তি কভূ ছড়ায় ভুবন জ্যোৎস্না আলোক মন জ্বালে
প্রাপ্তি তার ওই প্রসন্নতায়-ঊর্মি সে তার পাল তোলে...।
উষ্ম ধরা চৈতি হাওয়ায় এ মন কভূ যায় ভেসে
প্রখরতার প্রকোপ তার ঐ অবাধ্যতায় কায় ক্লেশে.........।
ভুলতে নারি প্রেমের বারি যে নীর আজি ঘাতক বাণ
প্রশান্তির ওই স্নিগ্ধ তপেয় তুলতো সুরে বীণার তান......।।
আজ মেদিনী বঞ্জরতায় সুষ্ম সে নাই ব্যথার দোলে
ঘাতক সে বাণ বিদ্ধ এ হৃদ জহর সে তার ঝঞ্ঝা তলে...।।
দু পল জীবন দ্বন্দ্ব কেনই-কেনই এ মন হারিয়ে যাওয়া
প্রেম পরিণয় প্রীতির বাঁধন-মন দোলকে মত্ত হাওয়া...।
যা পেয়েছি দুঃখ ও শোক; মাল্য তার ঐ গাঁথবে আঁখি
মন যমুনায় বইবে সে নীর-কুঁজন তাহার গাইবে পাখি...।
মন গগনে মুক্তো মানিক কতই তারার উঁকিঝুঁকি
ব্যথার সাগর লহর সে তার কতই ঝরা প্রতিশ্রুতি।।