Sanjay Karmakar
a day ago  ·

ক্যান্সারে আনসার-খুঁজে নিতে পারি খুবই
মারামারি ল্যাঠালেঠি ক্রুরতাতে রোজই ডুবি।।
তুমি কবি কাঁদো ক্যান
হাতে ধরে হ্যারিকেন,
বোধদয়ে কাম নাই বেশি ক'লে হবে ছবি।।

মদেই জীবন;মদ খাও নি বুঝবে কেমন বলো
মদেই স্থিতি মদের গীতি ভীষণ টলোমলো।।
মদ আর নারী
গড়াগড়ি,
দেশ আর জাতি যাক না চুলায়-দুঃখ বুকেই পালো।।

কী আনন্দ কী আনন্দ মহানন্দ মেলা
র'লাম না হয় মারবি কী তাই ঝামা ইঁটের গোলা!!
তবে, দুঃখে তোর ঐ পরাণ কাঁদে
পড়লি রে ক্যান মরণ ফাঁদে!! কান্না করিস করে-
ভাঙ রে শিকল রুদ্ধ কারা
হতাশ হৃদে কী আর করা!!
দেশ হতে দেশ দেশান্তরে একাই যা রে উড়ে।।

অ রে হরি হতাশ কবি- রোদন পাড়ে অরন্যে
বুঝছে কবি কাম হবে নি কবিতার ওই পণ্যে।।
কিয়ামতের জুজু দেখায়
বন্ধ কি আর উড়তে পাখায়!
আমরা যেমন বেণী তেমনি রবো-ধন আর শুনো ধান্যে।।

ফুটো হাঁড়ির গল্পে মজে কবি চালায় বাণ
(বলছি) পারবে কী আর গামছা পেটে করতে ওরা রণ।।
দাদু গো দাদু দারুন মধু
কানতে আছোই শুধু শুধু,
আম জনতার রক্ত দারুন-মধুর সে তার গুণ।।