প্রায় বছর দের এক হয়ে গেল মাননীয়া কবি ড। শাহানারা মশিউর অনাথ বাচ্চাদের জন্য কিছু দান ধ্যান করতে চেয়েছিলেন আর তার খরচে একটি বই তাদের জন্য উৎসর্গ করতে চেয়ে লেখা আহ্বান করেছিলেন। আর তার সে ঘোষণার পর পরই বহু অগ্রগামী কবি মহাশয় তার প্রস্তাবকে ঘিরে নানান রকম পরিকল্পনা করতে শুরু করেছিলেন। অঙ্কুর জন্মানোর আগেই মহিরুহের কল্পনায় মশগুল সবাই। সেদিন বলেছিলাম এরকম করলে তার সে সদিচ্ছাটাই মাঠে মারা পরবে। আদতে তাই হয়েছে। কবিকূল আজ ভুলে গিয়েছে সেসব কথা। সবার উৎসাহের অতিশয্যে হারিয়ে গেল সেদিনের তার করা নির্মোহ প্রতিশ্রুতি। কারোর কিছু বলবার থাকলে বা সে প্রকল্প সম্বন্ধে কিছু জানা থাকলে আমার অজ্ঞানতা দূর করবার নিমিত্তে আমাকে অবজ্ঞাত করুন, অনুরোধ রইল।
আলোচনাটি ৭৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২২/০২/২০২০, ১৭:১৫ মি: