এলো কি!!

এলোকেশে হেসে ভেসে ভেসে
কৃষ্ণচূড়ার চূড়ে
দীর্ঘ সে পথ পরিক্রমায়
একটি বছর পরে!!
এলো কি!!

এলোকেশে হেসে ভেসে ভেসে
কৃষ্ণচূড়ার চূড়ে।

হাহাকারে প্রাণ আছিল শীতল
জীর্ণ সে পথ প'রে
এক পৃথিবী হাহাকার রব
বস্তির ঘরে ঘরে।

প্রাণের পরশে ধন্য আজিকে
কৃষ্ণচূড়ায় অলি
বদান্যতায় হরিতের গানে
পাখনা দিয়াছে মেলি।

এসেছে আজি বসন্ত এসেছে
দ্বারে।