Sanjay Karmakar
Top Contributor
· srpdnSetoo9l93gal2cu92fio222280J2cn0stwf72t2521c81ch9051lh4 ·
বর এলো
এলোমেলো
যাত্রী বরের সাথে-
মদ্যপানের আসর বসায়
বিয়ের দিনের রাতে।
বিয়ে হলো রাত ও হলো
জামাই গেল কই!!
বাসর থেকে আসর গিয়ে
মদ খাচ্ছে ওই।
রাত এগুলে নেশায় নেশায়
বউকে বলে মাসি
রঙ্গ দেখে কনের বাপে
হাসলো জবর হাসি।
মাসি পিসি হাসলো ছাগল
হাসলো খুকুমনি-
সবাই মিলে হুশ ফেরাতে
বরের মাথায় পানি।
পানি পেয়ে উঠলো গেয়ে
বরযাত্রী যত
এক এক করে হুশ পেয়ে গান
গাইলো তিন শত।