Sanjay Karmakar
oesnSprdto87g7h7g1l5cffgmll0utg257lg7061ltga8a0461l089tu1faf ·
একটি তারা খসলো আকাশ-একটু হলো খাটো
রইবে না এই ব্যথার সাগর হারিয়ে যাবে পথ-ও।।
সেদিন ধরা অশ্রু হারা রইবে না কেউ সাথ
য'দিন জীবন আলোর পথেই করবো মুলাকাত।।
ব্যাপ্তি যেথায় অসীম সেথা হারিয়ে যাবে মন
মগ্ন আমি সেই দিশার-ওই, করছি আরাধন।।
আজ এই ধরা প্রেমের ক্ষরা ভ্রান্তি বিলাস করে
দেশ হতে দেশ লিপ্ত রণে হিংসা ঘরে ঘরে।।
দস্যুতার ওই হাপর তলে ধ্বংস তার ওই বীণ
বিবেক রহিত মানব বিধায় হৃদয় অন্তরীণ-
জহর তার ঐ কোণায় কোণায় রক্ত ঝরায় রোজ
এক পৃথিবী রক্ত লোলুপ হিংস্রতার ওই বোধ।।
ছল চাতুরি হিংসা দ্বেষের বধ্যভূমেই বাস
চিল শকুনের দৃষ্টি শ্যেন ঐ-আজ এই ধরার ত্রাস।।
ব্যথায় ব্যথায় হৃদয় ভরে শঙ্কা জাগে ত্রাসে
একটি বছর হারিয়ে এলাম একটু তার ওই কাছে।।
একটি তারা খসলো আকাশ-একটু হলো খাটো
রইবে না এই ব্যথার সাগর হারিয়ে যাবে পথ-ও।।
সেদিন ধরা অশ্রু হারা রইবে না কেউ সাথ
য'দিন জীবন আলোর পথেই করবো মুলাকাত।।