Sanjay Karmakar
Sotonpdres55scn7f294au290815t18ifwtlc8to201alh0u72uJ6ucu73h·
আমি একটি ছেঁড়া জামা-
আমি লিখতে চলেছি আমার জীবনপঞ্জী।
শত সহস্র জঞ্জাল আজ বাসা বেধেছে আমার ওপর,
আজ আমি পরে আছি-জঞ্জালের স্তুপে।
এই তো বেশীদিন নয় মাত্র দুবছর আগে-
তৈরি হলাম সুতো কেটে-সম্পূর্ণ নয়-
মাত্র কাপড়ের টুকরোতে।
তারপর চালান হলাম এক সুন্দর দোকানে-
কত হাতের স্পর্শ পেলাম মাত্র কয়েকটি দিনেই।
তারপর একজন গাড়ি করে নিয়ে এল আমায়
এক দর্জির দোকানে-আমায় কাঁটা হল নির্মম নিষ্ঠুর ভাবে।
আমি চিৎকার করলাম-
কেউ শুনলো না আমার আওয়াজ;
ঢাকা পরে গেল মেশিনের ঠকঠকানিতে।
পরিণত হলাম সুন্দর রাজ পোশাকে-
গাড়ি করে চলে এলাম রাজবাড়িতে,
অনেকে দেখলো আমায় অনেক বাহবা পেলাম;
তারপর চরাও হলাম এক ফুলবাবুর গায়ে।
প্রথম বছরটা কাঁটলো বহাল তবিয়তে,
তারপর এল দুর্দিন-হাতটা ছিঁড়ে গেল,
সেইদিন থেকে আমি হলাম বাতিল।
আজ আমি পদাঘাতে পঙ্গু-ঘর মুছতে ডাক পরে আমার,
তাই মনে আমার এসেছে ধিক্কার-
সহ্য করবো না মানুষের এই অন্যায় অত্যাচার।
মাঝে মাঝে মনে পরে ওই প্রবাদ বচনটা-
যেটা তোমরা বল সব সময়েই;
সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়
অসময়ে হায় হায় কেউ কারো নয়।
তোমরাই বল কিন্তু চিন্তা করেছো কি একবার,
তোমরা নিজেরাই কর কত অন্যায় অবিচার-
প্রতি মুহূর্তেই...।
তোমাদের কি বিবেক নেই নেই মনুষ্যত্ব-
তোমরাই তো নিজেদের মানুষ বল লব্ধপ্রতিষ্ঠ।