প্রিয়জন প্রয়োজনে
থাকে নাকো কাছে
পিছে পিছে বেশ করে
ধেই ধেই নাচে।
কতজন কত কথা
মুখে মুখে বুলি
পকেট টা ফাঁকা হলে
ধরে চোরাগলি।
ইতিকথা ব্রতকথা
ঠাকুমার ঝুলি
আরো আছে ভুরি ভুরি
শত কত গালি।
বালি দিয়ে বাধা বাঁধ
সহজেই ভেঙে যায়
বিবি তার মান ভারি
অল্পেতে দোল খায়।
বুলি তার আগুনের
কামানের গোলা
কথা দিয়ে পিন ঠোকে
দেয় কানমোলা।
নারে বাপু বেলতলা
আর কি রে যাই
একটাই একশো-রে
নাচে ধাই ধাই।