Sanjay Karmakar
Top contributor ·neSrtodospaJ9w0itu2gg1h1snom4h221h61t96c01u
t4c9l24fl6t4t3t9 ·
তাইলে শুনেন প্রহর গুনেন গুনতে থাকেন কাল
সুজোগ পেলেই সদ্ব্যাবহার চেলেই দিবেন চাল।
অহন হতি শুধুই ভালা কালা কালি রদ
সবার ভালো করলে পরে পাপ সে হবে বধ।
দান দখিনা যাকাত আদি বাদ রবে না কিছু
তমস যাহা দূর করি মন সত্য তার ওই পিছু।
আগে জীবন যেটুক আছে এই চালে রন মাতি
রণ ছেড়ে হন সত্য সিঁধা দূরেই রমন রতি।
সৎ সঙ্গে স্বর্গ সুখের সঙ্গ নিবেন ভালো
নামাজ আদায় পাঁচ টি ওয়াক্ত নূরের পাবেন আলো।
ভিজিট বিনাই নিদান দিলাম জান্নাতের ঐ দিশা
কাম ধামে মন নাই কো বালাই ইহাই আমার পেশা।