Sanjay Karmakar
tpseodnorS2fYy4eM0ah9aP1t83ar22st154ahe5t8uig1795tafa10·

ফুটো হাঁড়ির গল্পে মজে কবি চালায় বাণ
(বলছি) পারবে কী আর গামছা পেটে করতে ওরা রণ।।
দাদু গো দাদু দারুন মধু
কানতে আছোই শুধু শুধু,
আম জনতার রক্ত দারুন-মধুর সে তার গুণ।।

নাই রে কবি হতাশ কেনই আমরা আছি আগ জ্বালি
ভরিয়ে ভুবন দাবানলেই আমরা গৃহে ফল তুলি।।
তোমরা কবি কানতে র'বে
অনল মাঝে রইতে ভবে,
আমরা চলি বুক ফুলিয়ে-রণ দিতে গো চালাই গুলি।।

কালিঘাটের কাকুর কথায় ছলাৎ করে বক্ষ মোর
মণ মণ মাছ শুনেই আমার দু চোখ আঁধার ঘনঘোর।।
আমিও কাকু শূন্য থালি
বক্ষে অনেক দুঃখ পালি,
ডাল আর ভাতে ভেতোর মতই চলছে আমার ঘর আর দোর।।

মানুষ কী আর মান আর হুঁশে!বড়াই চলে নিত্য হেথা
নির্বিকারেই নিশীথ যামন করাল কালের ইতিকথা।।
অগ্রগতির শিখর পানে
মন নাই আর প্রেম আর দানে,
তার প্রতি মন-শমন যেমন! ইহাই কলি কালের প্রথা।।