Sanjay Karmakar
pSorneostdmgtf626fai3thui3163ma01ui051106lm800g016h04gfg9gcu·

এই মাটি খাঁটি অতি-ক্ষেত খামারের দেশ
এদেশ আমার এ দেশ শ্যামল আমার বঙ্গ দেশ।
এ দেশ শহীদ এ দেশ রফিক এ দেশ ভাষায় লীন
ভাষা হেথা হয় রক্ত বুকের-বয়ে চলে অমলিন।
অমলিন অমলিন-বয়ে চলে অমলিন।

এই মাটি খাঁটি অতি-ক্ষেত খামারের দেশ
এদেশ আমার এ দেশ শ্যামল আমার বঙ্গ দেশ।

এ দেশ বাঁচার নয় তো খাঁচার স্বাধীন আমার প্রাণ
যত দিন রবো মর্ত মায়ায়-গাইবো,
স্বদেশ ভূমির গান।

এই মাটি খাঁটি অতি-ক্ষেত খামারের দেশ
এদেশ আমার এ দেশ শ্যামল আমার বঙ্গ দেশ।

এ দেশ প্রাণ নজরুল গান পাষাণ বেদির পর
এ দেশ সুফলা এ দেশ সুজলা কেহ নাহি কারো পর।।
এ দেশ বীরের এ দেশ দ্রোহের এ দেশ পণ এর দেশ
লাখ শহীদের রক্ত রুধিরে স্বাধীন বাংলা দেশ।।

এ দেশ শহীদ এ দেশ রফিক এ দেশ ভাষায় লীন
ভাষা হেথা হয় রক্ত বুকের-বয়ে চলে অমলিন।
অমলিন অমলিন-বয়ে চলে অমলিন।

এই মাটি খাঁটি অতি-ক্ষেত খামারের দেশ
এদেশ আমার এ দেশ শ্যামল আমার বঙ্গ দেশ।
আমার বঙ্গ দেশ-আমার বঙ্গ দেশ।