Sanjay Karmakar
·
না রে সোনা ভুল কিছু নয়
নয় বুঝেছিস তুই,
তুই যেটারে নয় কয়েছিস, আমি-
ছয় ওই সেটা কই।।
নয় ছয়ের এই ফাঁক ফোকরেই
গনতন্ত্রের রাজ,
আমরা থাকি রাজার বেশে, আর সাধারণের-
মাথায় ফেলাই বাজ।।
এই আমাদের কাজ।।
ok; দন্তে এবং নোখে
আমরা সদাই চলি
হাম বড়া হায় অহং বোধে
চালাই লাঠি গুলি।। বুঝলি।।
নেত্য করি পাঁকে
হর এক বাঁকে বাঁকে
শিষ্টাচার আর বিবেক বোধে
কে আমাদের রোখে
পাবি নে গন্ধ শুঁকে।। ok!!