ঈদের দিনে দুঃখ বিনে
ধনী গরীব সবে,
উল্লাসেতে ভাসায় এ মন
দিব্য অনুভবে।
দান দখিনা যাকাত আদি
ধনীর ধরা মান;
আজ দিনেতে আল্লাহেতে
একই আসমান।
একই আকাশ একই জাহান
একই সুরের তান;
ঈদগাহর ওই ময়দানেতে
মানব তার ঐ গান।
আলিঙ্গনে আজ এই ক্ষণে
ঐশী সে পল তার,
প্রেম আর প্রীতে হাস্য গীতে
অন্ত হীনতার।
কবির কলম সাদায় কালোয়
বার্তা দিল সেই,
আয় রে সবাই ঈদগাহে যাই
আজান সেথায় দেই।
(লেখাটি প্রিয় কবি "ড. শাহানারা মশিউর" এর প্রতি উৎসর্গীকৃত। প্রতি ঈদেই কিছু না কিছু লিখে থাকি আমি। এবারেও ইচ্ছা ছিল। প্রিয় কবির ঈদের লেখার কমেন্ট করতে গিয়ে সেই ইচ্ছাটাই পূরণ হলো এইমাত্র।)