Sanjay Karmakar
Top Contributor ·
4 days ago ·
সৎ পথে হয় স্বর্গবাস।
ধুৎ-তারিকা!! এই তরিকা-আপনা নিলে গলে
বেয়াদপি কে করিবে-পাখনা সে তার মিলে!!
কইসো কও
বাইছি নাও,
আমরা সবে ছাওয়াল পাওয়াল-নাচবো না এই তালে!!
মরলে কে গো স্বর্গে গেছে-স্বর্গ কোথায় বলো
স্বর্গ নরক কে দেখেছে সৎ বা অসৎ খল-ও!!
ধন ধান্যে গড়তে জীবন
যা হয় মনে করবো পণ,
খুন জখম আর রাহাজানি-করবো পল আর পল-ও!!