Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
Top contributor
·Snsopoedtrha3t8ac5815794cau8t0ny1474282703603
9ra10Jf:00cm·

বিত্ত বিষয় ধন গরিমা দুদিন ভবের ভ্রান্তি কাল
সমূল পতন হয় সলিলে ডাকলে ও পার পরকাল.........।।
রাজ রাজারা সাহেব বিবি আর ধনের-ই কুবের তার
গর্ভে কালের ও পার সীমায় কেহই তারা পায় নি পার........।।
আর জননী জনক প্রিয় তার গরিমা ভূলতে নারি
অবাক ধরা দিন এলে তার মৃত্যু কি আর রুধতে পারি...।।
ও পার দুয়ার সত্য শাশ্বত ভ্রান্তি মোহ এই পারে
ডুবতে চলি পঙ্কে তাহার পাঁক ধরা তার জটার জালে।।
কী হবে ধন বিত্ত বিষয় দ্বৈরথের ওই আসর মেতে
মোহের আকর মোহর মালায় কাল এলে তার হিসেব নিতে.........।।
আয় রে ওরে মানব বোধন তার গোড়ে দি ফেলায় আঁচল
মান আর হুঁশের গড়তে শপথ চল রে আজি নিতেই চল...।
লভ্য যাহা সুলভ অতি তাই লয়ে রই তুষ্ট মনে
শপথ আজি নিতেই তার ওই লিপ্ত না হই আগ্রাসনে।।