Sanjay Karmakar
oSpdnterso185a727uf7ua859h9os8im5h55aatc4cwtn209Jlc1thafau ·
যা ঘটে তা ঘটেই যায়
সে তো কেবল কল্পনায়,
বৃথাই কবি স্তুতির পাহাড়
কেনেই দিলে গড় বানায়।।
জগন্নাথের হাত কি আর
কোথায় আছে হাত বলো!!
কানাই কিবা রহিম সবাই
আজ দিনেতে শ্বাপদ জেনো।।
!!সবাই ঠুটো জগন্নাথ।।
রইলে তারা বাস্তবেতে
শুনতো না কি কান পেতে!!
দু দশ লাথের যোগ্য তারা
আর জি করের খুন
স্রোতে।।