কবিতা উধাও। অনেক কবি ই কম্প্লেন করছে। এটা কেন হবে। কবিতা একজন কবির কাছে প্রিয় সন্তান তুল্য। অনেকেই বা আমিও এটাকে একটা সংগ্রহশালা হিসাবেই ব্যবহার করে থাকি। বিনা কারণে সেখান থেকে কবিতা উবে গেলে কবিতার আসরের বিশ্বাসযোগ্যতা তো তলানিতে এসে ঠেকবে। কোনও বিপর্যয় হলে আলাদা কথা। ইদানীং অনেক কবিই এমনটাই জানাচ্ছে আর এর দায়ভার আর কারও নয় মহামান্য এডমিন ব্যতীত। সফটওয়ারের ত্রুটি হলে সবার ক্ষেত্রেই এমন হতো তাই এটাকে তেমন ত্রুটি বলে ভাবতে পারছি না। তাই আপনাকে বিনীত ভাবে অনুরোধ করবো এ ব্যাপারটির সঠিক অনুধাবন করে যত তাড়াতাড়ি সম্ভব যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। ধন্যবাদান্তে আপনার প্রিয় সঞ্জয় কর্মকার।
আলোচনাটি ৮৩২ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৫/১১/২০১৯, ১৭:৩১ মি: