Sanjay Karmakar
Top Contributor· 2 days ago·

রোজ,

রোজ ওই ওরে গামলা বাজায়
গাল দিস ক্যান ভাই
কলুর বদল টানতে ঘানি
স্কন্ধ ওদের চাই।

বাঁচলো ম'লো আমার কি যায়!!
আয়েশ আরাম করি
আমার আছে সৌধ ধনের
ওদের কি নাই হরি??
মরলে বলো-হরি।।

হরিবোল হরিবোল।

দূর হ শালা ঝালাপালা
রোজ ই করিস কান,
দাড়ি কমার গল্প ফাঁদিস
করিস প্যান প্যান।

আমরা হলেম রাজার রাজা
অধম ওরা জাতে,
রুটি রুজির যুদ্ধ করে
হরেক দিন রাতে!!

তাই বলে কি দান দখিনা!!
যাকাত চাবি রোজ
আবার যদি চাস রে ভায়া
তেমন দিব ডোজ।