আমার বন্ধু শ্রী রাকেশ শ্রীবাস্তব তিনি ফাইভ স্টার হোটেলের মালিক। তার বিরাট চা বাগান ও বেশ কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে কিন্তু তিনি বিহারি হলেও বাংলা আর আমার লেখা বাংলা কবিতাগুলির অন্ধ ভক্ত। অবশ্য তাকে লাইন বাই লাইন কাব্যিক অনুবাদ হিন্দিতে করে সিম্পল বাংলায় বোঝাতে লাগে কবিতার মানে গুলি। তিনি আমার লেখা সেরা ২১ কবিতা নিয়ে লেখা বই স্পন্সর করতে আগ্রহী। তিনি আমাকে বলেছেন যে আপনি ডিক্লেয়ার করে দেন যে এমন একটি বই আমি পাবলিশ করতে যাচ্ছি। কতজন বই কিনে নিতে ইচ্ছুক তা তিনি দেখতে চান। বই এর নাম ও তিনিই সিলেকশন করেছেন, "কবিতা সংগ্রহ"। আমার লেখা হাজার হাজার কবিতার মধ্যে সেরা একুশ কবিতা বই এর আকারে প্রকাশ দিলে তা সংগ্রহ করতে ইচ্ছুক হলে জানাবেন প্লিজ। বই পয়সা দিয়েই খরিদ করতে হবে। আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল।
আলোচনাটি ১৩৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/০৩/২০২১, ১৫:০৩ মি: