কাম বিনে ভালোবাসা সোনার পাথরবাটির কল্পনা মাত্র।
কাম না থাকিলে এ পৃথিবীতে প্রেম ভালোবাসা মোহাব্বত শব্দগুলির কোনও অর্থই আর রইবে না। আপনাদের এহেন চিন্তাগুলি সবৈব ভাবে ভুল।
মানুষ ব্যতীত আর কোন জীব রীতি নীতি মানে না।
মানব সভ্য তাই অনেক সামাজিক রীতি নীতি আর তা আমরা মেনে চলি মানে পাশবিকতা থেকে দূরে থাকি তবে তাই বলে কাম ব্যতীত প্রেম তা আমার কল্পনার বাহির।
হয় তো বা পৃথিবীর এত মধুরতা কাম সিক্ততাই বয়ে আনে নতুবা রিক্ত বঞ্জর হতে পারতো তা।
তবে বিকৃত কামাবোধ অবশ্যই বর্জনীয়।
লেখাটির সমালোচনা করবার জন্য প্রিয় কবি অবশ্যই অবিবেচক ভাবতে পারেন আমাকে তবে শেষ অবধিও আমি একই ধারণা পোষণ করে যাবো তাতে আমার এ লেখার মৃত্যুও ঘটে যাক কিনা।
ধন্যবাদ আর শুভকামনা রইল প্রিয় কবি।