"তুলনা নাই"
নুন আনতে পান্তা ফুরায় ইলিশ তবু চাই
বিশ্ব মাঝে এই বাঙালি তার তুলনা নাই।
মান কি রয় ইলিশ বিনে
তাক ধিনা ধিন, ধিন তা ধিনে
ইলিশ বিনে বাজার গরম-তালাক দিবে রাঈ!!
"ডাউল খাবেন"
অল্প খান বারেক পান
জলটা খাবেন বেশী
ব্যাবসা বাড়ান অনেক কামান
লাল ছেড়ে খান দেশী।
ডাউল খাবেন কচুর লতি
পান্তা ভাত প্রাতে
মরিচ কিন্তু একদম না
নিবেন না গো পাতে।
রাত্রি বেলায় দুই টা রুটি
আচার নিবেন সাথে
অল্প খেলে লম্বা জীবন
রইতে দুধেভাতে।
"দিল্লি বহুত দূর হ্যায়"
কয় কি হরি আকাশ ধরি টান দিসে রে কবি
সূর্য তারা ভূতল ধরা বিলীন হবো সব-ই।
অযুত নিযুত আরব বছর
লুট করি চল ভরতে কোঁচড়,
দিল্লি বহুত দূর হ্যায় আভি-লুট হি মোদের হবি!!
"পিছে ভুল হলি শিখ"
পিছে ভুল হলি শিখ-আগে আর করবি নে
অহনেতে মাতি রবি-পিছে যাহা ধরবিনে।
ভালো কামে আগে ভালা
নাই জুদি পাবি কালা,
যুগ হতে যুগ শিক্ষা যাহা-পথ চল তারি বীণে।