Sanjay Karmakar
psentdoSro55cl51ifm737hm0gal2al62g721uh643i3622lmat73fm1tafi  ·

ভারত আমার শৌর্যে ক্ষমায় মজ্জায় রয় হৃদে
এ দেশ আমার রক্তে শিরায়-রয় গো বিবেক বোধে।
রয় গো বিবেক বোধে।
ঝঞ্ঝা তুফান ঘুর্ণি প্রবল পার করে নি পণে
ন্যায় নীতি তার অমল অমোঘ-সম্প্রীতির ওই বানে।।
দিব্য হেথায় প্রাণের পরশ উদার গগন বায়
শান্তি হেথায় ঐশী ধারায় প্রেমের পরশ তায়।।
প্রেমের পরশ তায়।।
এ দেশ প্রেমের এ দেশ হেমের সখ্যতার ওই গীতি
মরতে মোরা দেশের তরে-নাইকো প্রাণের ভীতি।
আঘাত যদি বক্ষে লাগে আব্রু মায়ের মান
অরির দেশে রক্ষ বেশে দিতেই প্রতিদান-
প্রত্যাঘাতে গুড়িয়ে দিতে সিংহনাদে ধাবো
উড়িয়ে ধূলো লহমাতেই বদলা মোরা নিবো।।
বদলা মোরা নিব।।
ভারত আমার ভারত তোমার সন্ধিতে ভাইচারা
আঘাত দিলে রক্ত রুধির-ধ্বংস হবে ত্বরা।
ধ্বংস হবে ত্বরা।