Sanjay Karmakar
Top contributor
·pordeStosncltlhm0i523mu202l2c25uah8ta9lfili7m7207989ml476u1t ·
অসাম্যতা আর অনাচারে প্রাণ
আছিলো কোটার দোষে
আজি বিদ্রোহে দাবানল দহে
ফুঁসিছে দারুন রোষে।
সঈদ তার ওই দীপ্তি ছটায়
দিকে দিকে বান ছোটে
সারা দেশ তার শক্তি তরুণ
নেমেছে আজিকে পথে।
বঞ্চনার ওই পাহাড় তার ওই
প্রতিকার চায় জাতি-
মেধা ও মনন তার ঐ হরণ!!
(আর) চলিবে না বজ্জাতি।।
শাসক তোমার বাক্য কুটিল
কারে কহো রাজাকার??
দেশ ও জাতির অস্থি যাহারা
কহো (তাহাদের)
খর্ব কেনো অধিকার!!
শুন হে শাসক অগ্নি বীণায়
ভৈরব গীত রাজে,
প্রতাপে তার ওই শুনিতে কি পাও
ধ্বংসের বীণ বাজে!!